text
stringlengths 10
210k
|
---|
শুক্রবার বেলা ১১টায় সদর হাসপাতালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সদর হাসপাতালের ব্যবস্থাপনায় এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। |
গালিব তার ভাল ফলাফলের কৃতিত্ব দিয়েছে মাকেই। |
আর সেই পরিস্থিতির জেরেই পুলিশে খবর দেওয়া হয় এলাকাবাসীদের তরফে। |
‘মাটির ছ’ফুট নিচে পাঠিয়ে দেব’, শালীনতার সীমা ছাড়িয়ে এ কী বললেন দিলীপ |
চিনের নাম না করলেও ভারতের প্রধানমন্ত্রীর বার্তা যে চিনের প্রতিই, তা বেশ স্পষ্ট। |
ফিরোজ ইসলাম | ২৬ জুলাই, ২০১৭, ০১:১৭:৩৩ | শেষ আপডেট: ২৬ জুলাই, ২০১৭, ০৮:৪৯:৫৬ |
৪ ও ৫ ডিসেম্বর নাগা সন্ন্যাসীরা রাম মন্দিরের দাবীতে অযোধ্যায় ভিড় জমাবেন বলে জানা গিয়েছে। |
হায়ারর্কি তখন এইরকম–দাসের দাস, দাসের দাসের দাস, তস্য দাস। |
বাংলাদেশ সফরের প্রাক্কালে দুঃসংবাদ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের। কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) প্রধান নির্বাহী জনি গ্রেভ একথা জানিয়েছেন। হোল্ডারের কাঁধের পেশী আংশিকভাবে ছিড়ে...বিস্তারিত |
১। রিপোর্টরাখা ও দেখানো ২। বায়তুলমালে এয়ানত দেওয়া, ৩। দাওয়াতী কাজ করা, ৪। যথাসময়েবৈঠকে উপস্থিত হওয়া |
গান চলছে, পুরোনো হিন্দি গান, কাশ্মীর কি কলি। গুনগুনিয়ে উঠতে গিয়ে থেমে যাই। যেন এক জগ আগের কথা। মায়ের হাত ধরে, বাড়ীর পাশেই দিদির বাড়ী-গানের দিদিমণি। শখ মায়ের, উৎসাহ আমার। |
ফাইনালে তারাই ভারতকে হারিয়ে কাপ নিয়ে গেল। |
এদিকে আড়াইহাজারে ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। |
আপনার যদি মনে থাকে যে সেবার আপনি যাদুকরদের পরাজিত করতে চেয়েছিলেন, তাহলে আমার মনে হয় আপনাকে স্বীকার করতেই হবে যে আপনার সাহায্যের দরকার আছে। |
বেড়াতে আসার মত সময় নয়। |
যুক্তরাজ্যে রিডিং ইউনিভার্সিটির অধ্যাপক ক্যাথি ক্রিসওয়েল এই গবেষণাটা করেছেন। |
চকোলেট আর ঘন ঘন কেক খাওয়ার অপরাধবোধ! |
আমি শুধু সেই সফরে অংশ ছিলাম’। |
‘তোমাকে শীঘ্রই বিয়ে করছি’ |
(১৮৯৯ – ১৬-২-১৯৮০) ঢাকা। |
বি আই এফ আর তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী সোম ও মঙ্গলবার রাজ্যের প্রতিটি শিল্পাঞ্চলে, কারখানার গেটে, শ্রমিক মহল্লায়, এলাকার জনবহুল স্থানে মিছিল ও পথ সভা সংগঠিত করার আহবান জানানো হচ্ছে সিটুর পক্ষ থেকে। |
(টিকা: •মসনাদে আহমদ-এ হযরত আবদুল্লাহ বিন উমর (রা•) থেকে এরূপ বর্ণনা উদ্ধৃত হয়েছেঃ |
আর যৌন দাসত্ব মেনে নেবে না সামান্থা। যদিও কামনা মেটানোই তার অন্যতম কাজ। তবুও এবার থেকে আর কোনও বিকৃতকামনা বরদাস্ত করবে না সামান্থা। সঙ্গীর কামোত্তেজনা মাত্রা... |
সন্ধে থেকেই চলছিল সেই পার্টি৷ আনুমানিক ৬ টা নাগাদ নীচে নামার জন্য লিফটে চড়েন পুনিত ও তার পরিবারের লোকেরা৷ সঙ্গে ছিলেন বেশ কয়েকজন অতিথিও৷ তবে লিফটে উঠতেই ঘটে বিপত্তি৷ মেশিনের তার ছিঁড়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে লিফটি৷ অতিরিক্ত পুলিশ কমিশনার ধর্মরাজ মীনা জানিয়েছেন, এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। |
এদিকে, বিচারক লোয়ার পাশাপাশি কংগ্রেস নেতারা এদিন আইনজীবী ও সমাজকর্মী শ্রীকান্ত খান্ডেলকারের মৃত্যু নিয়েও একগুচ্ছ প্রশ্ন তুলেছেন। |
পাশাপাশি তারা ঘোষণা দেন পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মাঠে নামা, চুক্তিতে গাড়ি চলাচল বন্ধসহ কয়েকটি পদক্ষেপ নেওয়ার। |
এবিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীরা ওই বাসের চালক ও হেলপারের কঠোর শাস্তি দাবি করেছেন। |
এক মাস পরে মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। |
দলগুলির এই শক্তি ‘ফেডারেল ফ্রন্ট’কে শক্ত মাটিতে দাঁড় করিয়ে দেবে। |
মতাদর্শগত পার্থক্যের জন্য শিবসেনা সরকারকে সমর্থনের ব্যাপারে প্রথম থেকেই অনীহা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের। |
ঘাতকের স্ত্রী রুনার (১৭) বরাত দিয়ে স্থানীয়রা জানায়, তুহিন নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চায়। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করলে সে গরু জবাই করা ছুরি দিয়ে কোপায়। এ সময় তার খালা ও ছোটভাই এগিয়ে আসলে তাদেরকেও সে উপুর্যপরি কোপায়। এতে ঘটনাস্থলে তিনজনই মারা যান। |
অথচ বেশ কিছু দিন আগে আমার ফেসবুক আইডি হ্যাক হলেও নিউমার্কেট থানা পুলিশ আমার সাধারণ ডায়রি এখন পর্যন্ত নিচ্ছে না। |
এর ফলে এক বছরের মধ্যে তৃতীয়বার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইসরায়েলের ভোটদাতারা। |
মুসলমান অনেক দেখলাম এ জীবনে। |
কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার ইয়াবা ও ১২ কেজি গাঁজসহ নজিমা খাতুন(২৩) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার(০৫ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটের সময় টেকনাফ পৌরসভার কুলাল পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।আটককৃত নজিমা খাতুন টেকনাফ পৌরএলাকার কুলাল পাড়ার নুরুল কবিরের স্ত্রী বলে জানা গেছে। |
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, নতুন আয়কর কাঠামোয় ৪০ হাজার কোটি টাকা রাজস্ব মকুব হবে। |
ধোনির বিরুদ্ধে এমন বোলার আনতে হবে যার বল সে ভাবে ব্যাটে আসবে না। |
উল্লেখ্য, কিছুদিন আগে সুপ্রিমকোর্টে আধারের সুরক্ষা নিয়ে একটি প্রেজেন্টেশন পেশ করে আধার কর্তৃপক্ষ। |
তার পরে রাম রহিম সিংহের জেলে থাকার দুঃখে জেলেই আত্মহত্যা করে সে। |
সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত ৪শ’র বেশি মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতে মারা গেছে আরও অর্ধশতাধিক রোহিঙ্গা। |
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। |
তার জন্য রাস্তায় নামতে হবে। |
স্টাফ রিপোর্টার, বালুরঘাট: দিনরাত এক করে দেশের সীমান্তকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করছে বিএসএফ। |
বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি। |
তাই এক্কেবারে নতুন কিছু তৈরি করা সত্যিই বেশ শক্ত। |
অধ্যাপক সংযুক্তা ভট্টাচার্য ও অধ্যাপক পুরুষোত্তম ভট্টাচার্য |
ভারতের ‘এনআরসি’ তথা নাগরিকপঞ্জি নিয়ে অনেক কথা হচ্ছে। |
একটি টিমে চিকিৎসকসহ ৫ জন করে সদস্য রয়েছে। |
. . . বাংলাদেশ ০২ সেপ্টেম্বর ২০১৯ |
নৌ-পরিচালনা ও সাগরে দিকনির্দেশনার ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষেরা অনেক বেশি দক্ষ বলে জানাচ্ছে সাম্প্রতিক এক গবেষণা। |
নভেম্বর ৫, রবিবার রাতেও একটি ছিনতাই এর ঘটনার খবর পাওয়া গেছে। সন্ধ্যা ৭ টার দিকে শাবিপ্রবির প্রধান ফটকের সামনে লোকপ্রশাসন বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীর ব্যাগ ছিনতাই হয়। শিক্ষার্থীর নাম সাবিহা সায়মন পুষ্প। তিনি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হতে রিক্সায় করে মদিনা মার্কেটে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি সিএনজিতে করে ছিনতাইকারি দলটি রিক্সায় আরোহিত পুষ্প এর ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে গুরুত্বপুর্ন কাগজ সহ মোবাইল ও প্রায় দুই হাজার টাকা ছিল। |
এরপর আহামরি ফুটবল না খেললেও বাগানের খেলায় লিগ জয়ের খিদে ছিল স্পষ্ট। |
তাঁকে ‘দিদি’ ডাকতেন। |
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারের ভাংগা ব্রিজ নামক স্থানে সোমবার দুপুরে বিআরটিসি পরিবহণের ধাক্কায় মোটরসাইকেলের চালক শশুর বাবুল সরদার ও জামাই সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছে। |
সেলিম খান বলেন, প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হলে ধীরে ধীরে দেশের অন্যান্য হলে আমি প্রজেক্টর বসাবো। |
এরপর ডিএনপি কমিশনার বলেন, ‘বাবা আমার বাড়ি আলফাডাঙ্গা আমি চিনি। ভাড়া কেন বেশি নিচ্ছ। সব টাকা ফেরত দাও। আর ফেরত না নিলে আমারে জানাও। বাকি টাকা ফেরত দাও।’ |
ভারতীয়দের রক্তে প্রতিহিংসা, লড়াই–এর ইচ্ছা বালাকোটের ইন্ধন পেয়ে নেচে ওঠে। |
এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে দু'একদিনের মধ্যেই বৈঠক করব। |
কিন্তু প্রথম ১৩ দিনের হিসেবে দেখা যাচ্ছে আশঙ্কাকে সত্যি করে রাতারাতি বড়লোক হয়ে গিয়েছে গরিবের অ্যাকাউন্ট। |
কাজের লোক বা কর্মচারীর উপর বেশী নির্ভর করা ঠিক হবে না। |
এ মামলায় অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। |
সার্কিট হাউসে বৈঠক করেন রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে। |
‘ভালোর সাথে, আলোর পথে’ স্লোগান সামনে রেখে প্রথম আলো বন্ধুসভা কুলাউড়ার চলতি বছরের নতুন কমিটি গঠন করা গত. |
মুর্শিদাবাদের প্রান্তিক এলাকা সুতি। |
এখানেই শেষ নয়, চলতি বছরের অক্টোবর থেকেই বাড়তে যাচ্ছে নূন্যতম মজুরীও। |
ভিমরুলের কামড় খেয়ে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছে প্রথম শ্রেণির ছাত্র মো. |
শুধু তাই নয়, পাকিস্তান থেকেও বহু সন্ত্রাসবাদী এ দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। |
ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে মাংসের নানা পদ। |
তিনি কোনোভাবেই সাধারণ মানুষ থেকে দূরে থাকতে চাননি। |
‘ঘানার ফুটবলাররা চেহারার দিক থেকে আমাদের থেকে এগিয়ে। |
১৩৩টি বস্তায় ছিল প্রায় ৬ হাজার ৬৫০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট। |
গলফ মাঠের সংলগ্ন পুকুরে বল চলে গেলে, সে বল পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে আনতে হবে। |
তবে আমি শুধু নিজের কথাই বলতে চাই গানে। |
কারণ ঠিক সময়ে গ্যাস্ট্রাইটিসের চিকিৎসা করা না হলে ধীরে ধীরে ক্রনিক অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ অথবা গ্যাস্ট্রোইসোফেগাল ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। |
তারপরই বামশাসিত রাজ্যের শাসকদলের সঙ্গে তাঁর মতবিরোধ আরও প্রকট হয়। |
আমি এ ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বকরের অনুসৃত নীতির-ই অনুসরণ করতে থাকি। |
সভাপতি কংগ্ৰেছৰ জিনীতা দাস দীঘাল আৰু আঞ্চলিক পঞ্চায়ত অনিমা গগৈ। |
এরপর পরিস্থিতি আর কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বোঝা যাচ্ছে না এখনই। |
২। সার্চ ইংলিশ গ্রুপে ৯০% মানুষ আমাকে পছন্দ করেন, শ্রদ্ধা করেন কারন আমি গ্রুপের জন্য সময় দেই চেষ্টা করি। যে কোন সময় আমাকে পাওয়া যায়, মেসেজ দিলে উত্তর দেই। |
ছেলেটি এক নিশ্বাসে কথাগুলো বলে দম নেবার জন্যে থামতেই দিব্যেন্দুর দিকে চোখ পড়ল। |
এরপর অধিনায়ক তামিম ইকবাল এবং ইমরুল কায়েস মিলে জুটি বেশ জমিয়ে তুলেছিলেন। |
এর আগে রাশেদকে গুলি করে হত্যা নিশ্চিত করে টাক মাথাওয়ালা অচেনা একজনকে নিয়ে ভবন থেকে ঠা-া মাথায় বেরিয়ে যায় সুন্দরী সোহেল। |
আমি আমার স্বল্পবুদ্ধিতে যেটুকু বুঝি যারা মুক্তবুদ্ধির লোকদের টার্গেট করছে তাদের মধ্যে কিন্তু ঠিকই একতাটা আছে।তারা জানে তাদের করণীয় কী। কিন্তু আমাদের মধ্যে কেমন যেন একটা বিভ্রান্তি, বিভেদ। ওদের বিপক্ষে দাঁড়াতে হলে জোটবদ্ধতার বিকল্প নাই আসলে। ওরা আরো যেটা চেয়েছে, আমাদের মধ্যে ভয় ছড়িয়ে দিতে, হতাশ হয়ে পেছনে হটতে।আমার ধারণা এখানেও কিছুটা সফল তারা। আমরা হতাশ হয়ে পড়েছি। ভাবছি প্রতিবাদ করেই বা কী হবে বিচার তো পাচ্ছি না। সবাই একজোট হয়ে প্রতিবাদ প্রতিরোধ করা গেলে একটা ফল পাওয়া সম্ভব। |
নারীত্বের এতখানি অপমান… |
এমনিভাবে বিশ্বের নানা প্রান্তে বিগত কয়েক শতাব্দী ধরিয়া উপনিবেশ গড়িয়া তুলিয়াছিল ইউরোপীয় বিভিন্ন শক্তি। |
একুশকে ঘিরে অন্যান্য বইয়ের তুলনায় কবিতার বই বেশি চলে বলে সে বইগুলো পিছনের সারি থেকে প্রকাশকরা সামনের সারিতে নিয়ে আসছেন। |
কিন্তু লিস্টার ওই প্রস্তাবে রাজি না হওয়ায় সিটিতে যোগ দিতে পারেননি মাহরেজ। |
আমি কোনো দালালি করি না। |
গবেষণায় দেখা গেছে, কারখানাগুলোতে দক্ষতাভিত্তিক কাজগুলোতে নারী শ্রমিকের অংশগ্রহণ এমনিতেই কম। |
চিকিৎসা দেওয়ার নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌন ও চর্ম বিশেষজ্ঞ ডা. মো. রিয়াদ সিদ্দিকীর বিরুদ্ধে জোরপূর্বক যৌন হয়রানি ও একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর নির্যাতিতার বাবা কামাল হোসেন বাদী হয়ে গতকাল সোমবার শাহবাগ থানায় একটি মামলা করেছেন। |
মাধবীলতার সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছিল, জাগিয়া আছে তবু ঘুমেই দুচোখ বুজিয়া গিয়াছে। |
নোট - সব সময় <picture> এলিমেন্টের শেষ child এলিমেন্ট হিসেবে একটি <img> এলিমেন্টকে নির্ধারণ করুন। যে সকল ব্রাউজারে <picture> এলিমেন্ট সমর্থন করে না সেগুলোতে <img> এলিমেন্টটি কাজ করবে অথবা যদি কোন <source> এলিমেন্টই না মেলে তবে <img> এলিমেন্টের ছবিটি প্রদর্শিত হবে। |
কুলতলির ওই ঘটনার তদন্তে নেমে দুই মহিলাকে শনাক্ত করা গিয়েছে। |
হো চিন- মিনের দেশের শিল্পীর কল্পনায় প্রাণ পাচ্ছে বাঙালির উমা |
‘মাননীয় স্পিকার অক্সফোর্ডে পড়াশোনা করার চান্স পেয়েছিলেন, কিন্তু তার বাবার সেই সঙ্গতি ছিল না যে তিনি সেখানে পড়ার খরচ দিতে পারেন। তিনি কিন্তু সেখনে ভর্তি হতে পারেননি।’ |
লিখেছিলেন, স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে গোটা রাত গাড়িতে ঘুরে-ঘুরে থাকার জায়গা খুঁজে বেড়াচ্ছিলাম। |
বেশি কান্না ভাল না। |
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে প্রথম ফাটল চোখে পড়ে এলাকাবাসীর। |
ঢোক গিলল মুসা। |
নাওয়া খাওয়া বন্ধ করে তিনি রহস্যের জট ছাড়ান। |