text
stringlengths
10
210k
শুধু ভোট না দেওয়াই নয়, তৃণমূলের বিক্ষুদ্ধ এই নির্দল প্রার্থীরা এলাকায় বলে বেড়াচ্ছেন, জয়ের পরে তাঁরা ফের তৃণমূলেই ফিরবেন।
অন্য ভাবনাচিন্তা নিয়ে ছবিটি তৈরি করছেন পরিচালক।
তার দুধ বিক্রি করে বেঁছে আছি।
২.ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৮:০০ টায়।
দেশটাকে এগিয়ে নেওয়ায় মূল ভূমিকা রাখতে হবে তোমাদের প্রজন্মকে। . . . বাংলাদেশ ০১ সেপ্টেম্বর ২০১৩ ২ মন্তব্য
কখন মারা যাব জানি না।
লেনদেন হওয়া ৩২৩ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৮১ টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টি কোম্পানির শেয়ার।
প্রসঙ্গত, সপ্তাহে মাত্র একবার এই পেস্টটি মুখে লাগালেই দেখবেন আপনার ত্বক ফর্সা হতে শুরু করেছে।
রেস্তোরাঁর কর্মচারীরাও কর্মহীন।
সবার সাথে ঝগড়া করছে।
এরপর স্বপন তার বড় ভাইয়ের মেয়ে লিমা আক্তারের মাথায় দা দিয়ে কোপ দেন।
লালবাজারের একাধিক সূত্রের দাবি, দু’বারই লোকজন জড়ো হয়ে যাওয়ায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল।
দুই দুষ্কৃতীকে তাড়া করে বাসিন্দারা।
উদাহরণস্বরূপ তার একখানি কাব্যের উল্লেখ করব, যার উপর অল্পবুদ্ধি সাধু লোকেরা বহু বাণ বর্ষণ করেছেন; যদিচ তাদের মধ্যে অনেকে সেখানি যে যথার্থ কাব্য তা অস্বীকার করতে পারেন নি।
তারা প্রকাশ্যে ঘুরছে।
তবে এবাবদ ৩৬ লাখ টাকা আদায় হবে বলে অভিযোগ তোলা হলে তার জবাব এড়িয়ে যান। আর সারা দেশের মত কলারোয়ায় বস্তা প্রতি অতিরিক্ত ১ কেজি ধান নেওয়া হচ্ছে বলে গুদাম কর্মকর্তা জানান। এ ব্যাপারে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সংগে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত করে এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কলারোয়া-তালার এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ কৃষকদের কৃষি কার্ড নিয়ে ব্যবসায়ীদের গুদামে ধান বিক্রির বিষয় জানতে পেরেছেন বলে স্বীকার করেন এবং বলেন, অবিলম্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সে মানুষকে, মনুষ্য সমাজকে প্রতি মুহূর্তে কুমন্ত্রণা দিয়ে উদভ্রান্ত করে।
সূত্র জানায়, বিগত ২০১৬ সালে ডিএসসিসির বিভিন্ন রাস্তায় প্রায় ৫ হাজার ওয়েস্ট বিন স্থাপন করা হয়েছিল। বর্তমানে কটি বিন আছে, তার পরিসংখ্যান ডিএনসিসির কাছে নেই। চলতি বছরের শুরুর দিকে নগরের ফুটপাতগুলোয় টাইলস বসানোর সময় ঠিকাদার প্রতিষ্ঠান অর্ধেকের বেশি ওয়েস্ট বিন উপড়ে ফেলেছে। ওসব বিন মানুষ তেমন ব্যবহার করে না বলে সেগুলো পুনঃস্থাপনের তেমন উদ্যোগ নেই। যদিও প্রথম দিকে মানুষ রাজধানীতে স্থাপন করা ওয়েস্ট বিনগুলো ভালোভাবেই ব্যবহার শুরু করেছিল। তবে অনেক জায়গায় ওই বিনে বাসা-বাড়ির বর্জ্যও বাসিন্দারা ফেলা শুরু করে। কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা বিনগুলো নিয়মিত পরিষ্কার করতো না। ফলে বিনের চারপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকতো। তার মধ্যেই একটি একটি করে চুরি হতে থাকে। তাছাড়া কিছু রাস্তা ও ফুটপাত মেরামতের সময়ও ওয়েস্ট বিন খুলে ফেলা হয়। ওভাবেই নাই হয়ে গেছে অর্ধেক ওয়েস্ট বিন।
ভারতে রাজনীতি খুবই কঠিন এক খেলা।
শাহাদাত ক্যাম্প থেকে ছুটি নিয়ে সীমানা পার হয়ে তার কাছে আসে।
প্রাণ গেল একটি শিশু-সহ দু’জনের।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের টালমাটাল অবস্থা সামলাতে গত সপ্তাহেই ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে।
আপনার নাম হচ্ছে কানা বাবা।
পাশাপাশি তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রীর কীসের এত ভয়?
আবছা জ্যোৎস্নায় তাদের ওড়াউড়ি দেখতে পেলাম।
৪ জুন ২০১৭, বেলা: ২:০০টায় ঢাকাস্থ সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেমিনার রুম এ জাতীয় প্রতিবন্ধী ফোরামের বাজেট প্রতিক্রিয়ায় জাতীয় বাজেট ২০১৭-১৮: প্রতিবন্ধী জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়। জাতীয় প্রতিবন্ধী ফোরাম এর সভাপতি জনাব মোহাঃ রজব আলী খান নজীব এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিং উপস্থাপন করেন মহাসচিব ড.
কি মিটমিটে শয়তান, কি ধড়িবাজ ছেলে!
কংগ্রেসের এই সব প্রাদেশিক সুবেদারদের নেহরু ব্যক্তিগত ভাবে পছন্দ না করলেও প্রাদেশিক কংগ্রেসের ওপর তাদের প্রভুত্ব ঠিকই বজায় ছিল।
চলতি সপ্তাহ থেকেই ওই পরিষেবা চালু করা যাবে বলে জানিয়েছে লালবাজার।
জানা যায়, ঐন্দ্রিলা সেনকে নায়িকা করতে চান রফিক।
পানি পানকে প্রাত্যহিক জীবনযাপনের অংশ করে নিন, আগের থেকে নিজের শরীরকে লাগবে অনেক ফুরফুরে। চীনারা খাবারের সঙ্গে কিন্তু ঠান্ডা পানির বদলে গরম চা পান করে। খাওয়ার পরপরই ঠান্ডা পানি তৈলাক্ত খাদ্যকে কঠিন করে তোলে। পরিপাক ক্রিয়াকেও করে তোলে ধীর। খাওয়ার পর তাই স্যুপ বা হালকা গরম পানি পানই অপেক্ষাকৃত নিরাপদ। তাই সুস্থ থাকতে নিয়মিতভাবে খালি পেটে পানি পানের চর্চাটা চালিয়ে যেতে থাকুন। ফলাফল নিজেই অনুভব করতে পারবেন।
একদিকে আদালতে আইনি লড়়াই, রাস্তায় নেমে প্রতিবাদ, অন্যদিকে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির দরবারে সেই প্রতিবাদকে টেনে নিয়ে যাওয়া। বিজেপির এই কৌশল বর্তমান রাজ্য-রাজনীতির নিরিখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ৪০ শতাংশের বেশি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। সেইসমস্ত আসনের মনোনীত প্রার্থীদেরই নিয়ে যাওয়া হবে দিল্লি।
যার শীর্ষক ছিল - সমাজে জয় শ্রীরাম স্লোগানের ক্ষতিকর প্রভাব এবং কাটমানি ফেরত দিয়ে দুর্নীতি রুখতে সরকারের বলিষ্ঠ পদক্ষেপ।
আর মোদীর কোলে বসে বাচ্চাটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা চকোলেটের দিকে।
মালবিকা তার মায়ের দিকে তাকাল।
প্রত্যেক জনগোষ্ঠীই তাদের নিজস্ব সংস্কৃতি চর্চার মাধ্যমে তাদের জাতিসত্তার পরিচয় তুলে ধরতে চায়। কিন্তু আমরা হলাম এর সম্পূর্ণ বিপরীত। আমদানি করা সংস্কৃতির পূজা করতেই আমরা বেশি ভালবাসি। পাশ্চাত্যের উলংগ সংস্কৃতির চর্চা করে আমরা এখন উলংগ হয়ে পথে বসেছি। সংস্কৃতি চর্চার নামে দেশে আজ যা চলছে তা ভাবতেও কষ্ট লাগে। একটি মুসলিম দেশে সংস্কৃতির নামে যে ধরনের অশ্লীল বেহায়াপনা চালু হয়েছে তা আমাদের জাতিসত্তাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আমরা যেন একেবারে ভুলে গিয়েছি আমাদের পরিচয় ও অতীত ইতিহাস।
বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
অ্যাডভোকেট এ.এম জিয়া হাবীব আহসান: আজকের শিশু আগামীতে দেশ ও সমাজ পরিচালনা করবে। দেশের জনসংখ্যার একটি বিরাট অংশ শিশু,কিশোর,কিশোরী। শিশু,কিশোর,কিশোরীদের অবস্থার উন্নতি,তাদের অধিকার বাস্তবায়ন,সর্বোপরি শিশু,কিশোর,কিশোরীদের নেতৃত্ব গুনসম্পন্ন ও দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অনেক সংস্থা,সংগঠন ও প্রতিষ্ঠান কাজ করছে। কিন্তু শিষ্টাচার সম্পন্ন এবং অধিকার সচেতন আধুনিক মানুষ হিসেবে শিশু,কিশোর,কিশোরীদের গড়ে উঠার ব্যাপারে সহায়ক কর্মসূচী কেউ গ্রহন করছে না। বাংলাদেশ ... Read More »
তুমি প্রায়ই বলতে, কী তোমাকে দিইনি আমি?
যার কালো হরিণ চোখ দেখেছিলেন কবিগুরু।
নেশায় অচেতন ওই প্রকান্ড লাশটার বুকের ওপর চেপে বসে তারপর প্রশ্ন করে, বলে দাও কোথায় আছে রাধা!
এনটিএ সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে চলতি বছরে ৬২,০৫০ জন পরীক্ষা দিয়েছিলেন।
রাষ্ট্রপতি বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ গঠিত হয়।
বান্দাহ বা চাকরেকে প্রথমতে মনিবকে ‘প্রভু’ বলে স্বীকার করতে হবে এবং মনে করতে হবে যে, যিনি আমার মালিক, যিনি আমাকে দৈনন্দিন রুজী দান করেন এবং যিনি আমার মালিক, যিনি আমার হেফাযত ও রক্ষণাবেক্ষণ করেন তাঁরই আনুগত হওয়া আমার কর্তব্য। তিনি ছাড়া অন্য কেউই আমার আনুগত্য লাভের অধিকারী নয়। সকল সময় মনিবের আনুগত্য করা, তাঁর হুকুম পালন করা, তার অনুবর্তিতা মূহূর্তের জন্যও পরিত্যাগ না করা, মনিবের বিরুদ্ধে মনে কোন কথার স্থান না দেয়া এবং অন্য কারো কথা পালন না করাই বান্দাহর দ্বিতীয় কর্তব্য। গোলাম সবসময়ই গোলাম; তার এথা বলার কোন অধিকার নেই যে, আমি মনিবের এ আদেশ মানবো আর অমুক আদেশ মনবো না। কিংবা আমি নির্দিষ্ট সময়ের জন্য মনিবের গেলাম আর অন্যান্য সময় অমি তার গোলামী হতে সম্পূর্ণ আযাদ ও মুক্ত।
‘অটোমেটিক অস্ত্রসহ এই তিন এলাকায় লোকজন ল্যান্ড করান, ডানাকিল গ্রাম নিশ্চিম করে দেয়া যাবে।
বিগত প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে যারা মেম্বার, চেয়ারম্যান, মেয়র বা এমপি হয়েছেন তার মধ্যে বিরাটসংখ্যক লোক নিজেদের ওপর বিশ্বাস ও আস্থা হারানোর পাশাপাশি জনগণের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, প্রতিপক্ষকে সামাল দেওয়া, জনগণের কাছে বিনয়ী হয়ে ভোট প্রার্থনা এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে নিজের পক্ষে ব্যালট পেপারে ভোটারদের স্বীকৃতি আদায়ের মতো কঠিন কাজের জন্য যে গুণাবলি দরকার তা তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছেন। তারা সরকার এবং প্রশাসনের দয়া, আনুকূল্য ও হুন্ডা-গুন্ডার মাধ্যমে জাল-জালিয়াতির নির্বাচনে জয়ী হয়ে পুনরায় নির্বাচিত হওয়ার বাইরে অন্য চেষ্টা-তদবির করার কথা কল্পনা করতে পারছেন না। অন্যদিকে, বিগত দিনে এমপি-মন্ত্রীরা প্রশাসনের যে সম্মান ও সমীহ পেতেন তা বর্তমানে এসে ঠিক ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা যেভাবে প্রকাশ্যে জনপ্রতিনিধিদের মূল্যায়ন করছেন তাতে মনে হয় তাদের করুণা ছাড়া ভোটের মাঠে কেউ দাঁড়াতেই পারবেন না।
একাই লড়েছেন ডি ব্রুইন। ষষ্ঠ টেস্টে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির তিলকে জুটেছে সতীর্থদের যোগ্য অভিবাদন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় দিনে একপ্রকার নিশ্চিত কলম্বো টেস্টের ফলাফল পরিবর্তনে কোনো কাজে আসেনি ব্রুইনের স্মরণীয় ইনিংস। হোম ভেনুতে উপমহাদেশের বাইরের দলগুলোর বিপক্ষে লঙ্কান স্পিনারের ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতায় চূড়ান্ত হয়েছে দুই ম্যাচের সিরিজের ভাগ্য। কলম্বোয় আফ্রিকার ২০ উইকেট শিকারের উল্লাস স্বাগতিক বোলিং ইউনিটের। সব ক’টি উইকেটই গেছে তাদের স্পিনারের দখলে। ২ ম্যাচে লঙ্কান স্পিন চ্যালেঞ্জে ৩৭ ব্যাটসম্যানের আত্মসমর্পণ ‘এক্স ফ্যাক্টর’ ভূমিকা রেখেছে আফ্রিকার অসহায় হারে।
ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি সোহেল আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রহীম শাহীন, ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান, প্রচার সম্পাদক সাফুয়ান আহামেদ রুপোক, ব্যবসায়ী সানোয়ার হোসেন সেন্টু, মুক্তাফিজুর রহমান টোটন প্রমুখ।
সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস।
মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে কেউ পদায়ন বাতিল চাইলে কিংবা পদায়ন চাইলে বিষয়টি তার এসিআরের ডোশিয়ারে নোট আকারে সংরক্ষিত থাকবে, যা পরবর্তী এসিআর ফরমের স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে হবে।
বিস্তারিত কৃষি পরিবেশ, ফসল উৎপাদন, অন্যান্য কৃষি প্রযুক্তির নানা বিষয়ের পাশাপাশি এ সাইটে কৃষি উন্নয়ন সহযোগী, কৃষি আইন ও নীতিমালা, কৃষিবিষয়ক সংগঠন আর কৃষিবিষয়ক বইয়ের তথ্যও পাওয়া যাবে।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে সর্বমোট ৩৩টি লঞ্চ চলাচল করছে বলেও জানান তিনি।
’’ জগন্নাথ মন্দিরের বিষয়টিকে সামনে রেখে নবীন পট্টনায়কের সরকারকে বিধানসভা ভোটের আগে প্যাঁচে ফেলতে চাইছে বিজেপি।
সি এন এ নিউজ,ডেস্ক : চীনের কুমিং প্রদেশ থেকে কলকাতায় বুলেট ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা করছে চীন। যে ট্রেনটি চলাচল করবে বাংলাদেশ ও মিয়ানমার হয়ে।
দুইটি ইউনিয়নে স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নবীদুল ইসলাম ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছনিয়া সবুর আকন্দ। এই ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাবৃন্দ, ডাক্তার, স্বাস্থ্য সহকারী, স্যাকমো, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপ-সহকারী কমিউনিটি অফিসার, বাজেট ক্লাবের সদস্য, সাংবাদিক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, ডর্‌প কর্মী ও সমাজের বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আটজন স্ত্রী থাকার পরও বিপুল অর্থ খরচ করে ওই কিশোরীকে কিনে নেন নামকরা এক ব্যবসায়ী।
ম্যাচ শেষ হল ৪-১ গোলে।
হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১০০ গজ উত্তরে RAB ১ কার্যালয় এর বিপরীত পাশে অবস্থিত।
পরিবেশগত গুরুত্ব বিচার করে ‘রামসর’-এর মতো আন্তর্জাতিক সংগঠনের তালিকায় এর ঠাঁই হয়েছে।
মোঃ মাসুদ হাসান মোল্লা রিদম, ঢাকা: অদ্য ১৯ জানুয়ারী ২০১৭ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে অত্র কলেজের শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীবৃন্দের পক্ষ থেকে কলেজ পরিচালনা ...বিস্তারিত
একটি নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই একটি কাজ হাতে নিয়ে ফেলেছেন আমির খান।
দীর্ঘদিন মারণ রোগের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধেবেলায় মৃত্যু হয় নুরের।
ফলে স্বাভাবিকভাবেই সুস্থ জীবনের পথ প্রশস্ত হয়।
তিনি হিলারি ক্লিনটনের দেহরক্ষীদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ারও আহ্বান জানান এবং বলেন, অস্ত্র সরিয়ে ফেলুন।
মধ্যরাতে এক নেকড়ে ধর্ষণ করে স্তব্ধতাকে; চমকে ওঠে শহর, জেগে
১০. অন্য অ্যানালগ নির্মাতাদের সকল ঘড়িতে ১০টা ১০ মিনিট দেখানো হলেও অ্যাপলের স্মার্টঘড়িতে ১০টা ৯ মিনিট দেখানো হয়। এর মূল কারণ হচ্ছে অ্যাপল মূলত অন্য সকল অ্যানালগ নির্মাতাদের চেয়ে এক মিনিট এগিয়ে রাখতে চাই।
ইন | ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৪২:০০ | শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪৯:০৫
কলকাতা মেডিক্যাল কলেজের হাসপাতাল সুপার ইন্দ্রনীল বিশ্বাস বলেন, "একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।
চার ম্যাচ ক্যারিয়ারে (চলতি সিরিজে অভিষেক হয়) এই নিয়ে দ্বিতীয়বার পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি।
অবাক কান্ড! বাইরে তাকিয়ে দেখি, বৃষ্টি একেবারেই নেই। মানে বৃষ্টি থেমে গেছে। তবে রোদ তখনো উঠেনি। তাহলে বৃষ্টি কি আজ আমার সাথে রসিকতা করল? আমি পুনরায় প্রস্তুতি নিয়ে অফিসে গেলাম।
বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে অবমুক্ত করতে যাচ্ছে ১৬ মেগাপিক্সেলের সাশ্রয়ী মূল্যের সেলফি ফোন। বলা হচ্ছে, এই স্মার্টফোনটি সেলফির
তার পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সেই শোকে তারা কেউ কাঁদে, কেউ গোঙায়, কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে।
চিনে ইতিমধ্য়েই করোনাভাইরাসে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৪২৫
পূজার সময় রাখাল ওদের একখানি তঁতের কাপড় দিয়াছিল, মানাইয়া পরা চলে এমন জামা নাই বলিয়া বিধান লজ্জায় সে কাপড় একদিনও পরে নাই।
তথ্যপ্রযুক্তি খাতের প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ডের তৃতীয় দিন শুক্রবার ‘ই-গর্ভমেন্ট মাস্টার প্ল্যান ফর ডিজিটাল বাংলাদেশ’সেশনে অংশ নিয়ে তিনি এ
- হে প্রভু, আপনার মতন ভক্তজন স্বয়ং তীর্থস্বরূপ।
ঢাকা, ১০ সেপ্টেম্বর- গত রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটের কাছে শাহাদাতের ব্যক্তিগত গাড়িতে এক সিএনজির ধাক্কা লাগে। আর তাতেই ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। গাড়ি থেকে নেমেই ওই সিএনজি চালকের কলার ধরে চড় লাগাতে শুরু করেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শাহাদাত হোসেন।
‘একদম কী বল না!
গত শুক্রবার বাসা থেকে বিদায় নেওয়ার সময় তার মাকে বলে যায়, ‘আমি দুবাই যাচ্ছি’।
তবু দেখ সুদী কারবার, তেজারতি, চাষ–সবটাতেই আছে ওরা।
নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ঢাকা-নয়া দিল্লির যৌথ ঘোষণায় যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে নিরাপত্তা সহযোগিতায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করা হয়েছে।
জাভাদকার এসময় ড.
তাই তোমার জন্য এটা নিয়ে এলাম।
জ্যৈষ্ঠ শেষের তপ্ত দুপুরে হিমসাগর, ল্যাংড়া, গোলাপ খাস থেকে শুরু করে আলফান্সো, আমেদের ভায়রা ভাইরা সব্বাই হাজির ছিলেন এখানে।
১-৮০-১৮ (৩৬৫৯)
এছাড়া অবরারের হত্যাকারীদের বিচারের দাবিতে স্বোচ্চার থাকার কথাও বলেন তারা।
২. সোয়েইনস কে অ্যান্ড্রোস প্রাইভেট আইল্যান্ড
মেরি ১৭৮৭তে ফেরেন লন্ডনে; লেখেন তাঁর প্রথম উপন্যাস : মেরি (১৭৮৮)।
মৎস্য ভবন, বিদ্যুৎবিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ কয়েকটি দপ্তরের টেন্ডার সম্রাটের নিয়ন্ত্রণে ছিল।
প্রথম দৈনিক হওয়ার গৌরবের মধ্যে সংবাদ প্রভাকর আবদ্ধ থাকেনি। ঈশ্বর গুপ্ত বাংলা সাহিত্যচর্চার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হাল আমলে বাংলাদেশের সংবাদপত্র ঈদুল ফিতর ও বর্ষপঞ্জির গুরুত্বপূর্ণ দিনগুলোয় ম্যাগাজিন আকারের একটি করে সাহিত্যপত্র প্রকাশ করে। প্রতিটি পত্রিকাই এটা করে। ম্যাগাজিন আকারের এই পত্রিকায় সাহিত্য-সংস্কৃতির সকল শাখার লেখা থাকে। দেশের প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গল্পকার, কবি, চিত্রকর, ভাস্কর, ক্রীড়াবিদ প্রভৃতি সকল ক্ষেত্রের ব্যক্তির লেখা এই ম্যাগাজিনে স্থান পায়। দৈনিক পত্রিকার এই ম্যাগাজিন প্রকাশের পথপ্রদর্শকও ঈশ্বর গুপ্ত। তিনি প্রতি মাসে এরূপ একটি ম্যাগাজিন প্রকাশ করতেন। তার দৈনিক ও মাসিকপত্রে লিখতেন বাংলাদেশের প্রথম সারির চিন্তাবিদ ও কবি-সাহিত্যিকরা।
শুধু তাই নয়, তাদের উপস্থিতি ঢাকার ঈদের মেলায় সংযোজন করে গ্রামীণ সংস্কৃতি। ফলে মেলা ঢাকার চকবাজারেই সীমাবদ্ধ রইল না, ছড়িয়ে পড়ল শহরের আশপাশেও। সেটার সত্যতা পাওয়া যায় মুন্সী রহমান আলী তায়েশের স্মৃতিকথা থেকে। তিনি তাঁর ‘তাওরারিখে ঢাকা’ বইয়ে লিখেছেন– “উনিশ শতকের শেষের দিকে ঢাকার মুসলমানরা (তখন সম্ভবত প্রায় সব শ্রেণির মুসলমান একসঙ্গেই যোগ দিতেন) ধানমন্ডির মোগল ঈদগাহে যেতেন ঈদের নামাজ পড়তে। যদিও সে ঈদগাহ তখন অযত্ন অবহেলায় জরাজীর্ণ ও জঙ্গলাকীর্ণ।”
ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ১৯ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল। আর এক ম্যাচ কম খেলা লিচেস্টারের পয়েন্ট ৩৮।
হাইট: ৬/১০
[আরও পড়ুন: বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক নিয়ে বিতর্ক!
রাজস্থানে ৯৪ টি আসনে এগিয়ে কংগ্রেস, ৮০ টিতে বিজেপি।
দিল্লির ওই বৈঠকে বিরোধীরা কৃষকদের সমস্যা, বেকারত্ব-সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পক্ষে সওয়াল করেন।
ঘন্টা খানেকেরও বেশি সময় তিনি একই জায়গায় শুয়ে থাকেন।
নিজেদের যৌন সমস্যার কথা সমবয়সী বন্ধুদের সাথে শেয়ার করেন,বন্ধুরা জেনে না জেনে নানান ভুল পরামর্শ দেন, ফলে ভুল পথে গিয়ে ভুল পরামর্শ শোনে বাচ্চাদের স্বাভাবিক বিকাশের ব্যাঘাত ঘটে।অথচ এই বিষয়গুলি যদি তারা স্কুলের শিক্ষক,বড় ভাই বোন, মা বাবার কাছে শেয়ার করতো তাহলে হয়তো ভুল পথে যাওয়ার হাত থেকে রেহাই পেতো।
নুসাইবা মুশতাহিরা