text
stringlengths 10
210k
|
---|
‘কলকাতায় খেলা সবসময় একটা অন্যরকম চাপ থাকে। |
তবে ভিন্নমত পোষণ করেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব। |
এছাড়া দক্ষিণেশ্বর কালীবাড়ি, আদ্যাপীঠ, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি ইত্যাদি কলকাতা অঞ্চলের বিখ্যাত কয়েকটি কালী মন্দির। এছাড়া লালনার সিদ্ধেশ্বরী কালীবাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনার ময়দা কালীবাড়ি, উত্তর চব্বিশ পরগনার হালিশহরের রামপ্রসাদী কালী মন্দির ইত্যাদি পশ্চিমবঙ্গের বিখ্যাত কয়েকটি কালীমন্দির।কালীঘাটের কালীর প্রতিমূর্তি; দেবী লোলজিহ্বা, চতুর্ভূজা ও নকুলেশ্বর নামের শিবের উপরে স্থিত। মূল মূর্তির জিভটি আরও দীর্ঘ ও স্বর্ণনির্মিত। কলকাতার বুকে এই কালীপূজা নিয়েই রয়েছে নানান ইতিহাস। |
খুররাম জাকি পাকিস্তানের নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায় শিয়া, সুফি, আহমদিয়া, খ্রিস্টান, হিন্দুর মানবাধিকারের পক্ষে লিখতেন। |
দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বার্ষিকীতে আজ ৫ জানুয়ারি ঢাকার কোথাও উন্মুক্ত স্থানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, অন্যথায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল তারা। সে অনুযায়ী দলটির পক্ষ থেকে অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছিল। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি দেয়নি। এ অবস্থায় কোনো সংঘাতে না গিয়ে আজ শুক্রবার রাজধানীর বাইরে কালো পতাকা হাতে শোডাউন করবে সংগঠনের নেতাকর্মীরা। |
সিবিএন: কক্সবাজার সমুদ্র থেকে রেনুপোনা আহরণ ঠেকাতে এবার অভিযানে নেমেছে প্রশাসন। এ সময় চিংড়ি পোনা বা রেনু ভর্তি একটি ট্রাক জব্ধ করা হয়। ট্রাকে রক্ষিত প্রায় ৬ লক্ষ (৪০ টি ড্রাম, প্রতিটিতে ১৫ হাজার) চিংড়ি পোনা বা রেনু উদ্ধার করা হয়। যা পরে রেজুখালে অবমুক্ত করা হয়। পাচারের সাথে জড়িত |
বামেদের প্রেস বিবৃতির পরই সাংবাদিক বৈঠকে সোমেন মিত্র জানিয়ে দেন, ‘‘২-১ দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। |
১৫:১৬, ২১ জানুয়ারি, ২০২০ |
‘জমিয়তে ওলামায়ে ইসলাম’ পাকিস্তানের সেক্রেটারি মুফতি মাহমুদ সব সময় বাঙালি মুসলমানদের পক্ষে ছিলেন। |
এই রোগ মৃত্যুকাল অবধি তাঁর সঙ্গী ছিল। |
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। |
সরে যেতে হয়েছে প্রশান্ত চক্রবর্তীকে। |
জেফরির চিবুকে গিয়ে লাগল ঘুসিটা। |
উল্লেখ্য, ২০১১ বিশ্বকাপে বিসিবির সরবরাহ করা খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন ৮১ জনের মতো র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য। |
গোপনে কাজটা সারে। |
এরা বেলুচিস্তানের আওয়ারান থেকে উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকা ও খাইবার পাখতুনখোয়াতে কর্মকা- চালিয়ে যাচ্ছে। ইসলামাবাদ পুলিশ ও ইসলামাবাদ সন্ত্রাস দমন আদালত (এটিসি) তাদের খুঁজছে। ফেরারিদের তালিকা প্রস্তুতকারী একজন উর্ধতন কর্মকর্তা বলেছেন, ২০১১ সালে ইসলামাবাদের এটিসি-১ শরীফ খানকে (৩১) ফেরার ঘোষণা করার পর তিনি উত্তর ওয়াজিরিস্তানে জিহাদের জন্য হাজি নামদার গ্রুপে যোগ দেন। -এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন |
এটা টিকা তৈরির প্রথম দিকের একটি ধাপ। |
সারা বছর ধরেই ফালাকাটা শহর ও বড়ডোবায় যাতায়াতে স্থানীয়দের চরম দুর্ভোগে পড়তে হয়। |
দফায় দফায় নেমেছে বৃষ্টি । |
খেলে হোরি পাঁড় মাতাল॥ |
আরেক প্রার্থী শাহাদান হোসেন ফাল্গুন বলেন, ‘এমপি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন করেছেন। |
বাংলাদেশে ৯ লাখ ফেসবুক আইডি বন্ধ হওয়ার আশঙ্কা | Dinajpur24 | The Largest Bangla News Paper of Bangladesh |
আগাম জামিনের আবেদনও করা যায় না। |
প্রধানমন্ত্রী সাংবাদিকতার অঙ্গনে অনেক অবদানের জন্য ইন্টার প্রেস সার্ভিসকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে সম্মানিত করার জন্য গ্লোবাল হোপ কোয়ালিশন ও এর অবৈতনিক প্রেসিডেন্ট ইরিনা বোকোভাকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। শেখ হাসিনা বলেন, আমি যে কারণে আজ এখানে দাঁড়িয়েছি তা কখনো আশা করিনি। মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে যে নির্মম নৃশংসতা সংঘটিত হয়েছে তা বিশ্বে নজিরবিহীন। প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যার আশু সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের প্রতি তাদের চাপ অব্যাহত রাখার আহ্বান জানান। |
রোহিতের শিক্ষকদের একাংশ আবার এই মানসিক অবসাদ ও চাকরি নিয়ে অনিশ্চয়তার বিষয়টি জেনে বেশ অবাকই হয়েছেন। |
ফেনীস্থ র্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াডন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, আজ ভোরে গোপন সংবাদে ফেনীর লেমুয়া এলাকায় অভিযান চালায় র্যাব ৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। |
যেসব মুসলমানকে বাধ্য করে খ্রিস্টান করা হয়েছিল তারাও তাদের ধর্ম গোপনে পালন করার সময় ধরা পড়ে হয় আগুনে পুড়ে নিহত, না হয় বিতাড়িত হোল। |
পূবালী সল্টের মালিক পরিতোষ কান্তি সাহা বলেন, তার কাছে কেউ লবণের বিষয়ে জানতে চাইলে তিনি তাদের বলেছেন কত লাগবে নিয়ে যান। |
কোন মিনিস্টারের বাড়ি? |
নোবেল পিস সেন্টারের সহযোগিতায় আগামি ৮ ডিসেম্বর অসলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিনর ইয়ুথ ফোরাম (টিওয়াইএফ) এর ৫ম বার্ষিক অনুষ্ঠান। বৈশ্বিক বিভিন্ন সমস্যার ডিজিটাল সমাধান তৈরির চ্যালেঞ্জ দেয়া হবে টেলিনরের কার্যক্রম রয়েছে এমন সব দেশের প্রতিভাবান তরুণ তরুণী। |
হ্যালো বন্ধুরা আসা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সংগে একটি app সম্পর্কে আলোচনা করবো যা আপনাদেরকে ভালো লাগবে আসা করি। আজ যে app সম্পর্কে আপনাদেরকে বলবো সেটি মূলত এশিয়া কাপ ২০১৮ সম্পর্কিত একটি app। আপনারা জানেন 11 টি দল এশিয়া কাপে অংশ নেবে এবং 6 টি দল মূল খেলার জন্য যোগ্য হবে। সংযুক্ত আরব […] |
বর্ষার সেই ফলস উপলক্ষেই তাদের উৎসবটা ছিলো বর্ষাকালে। |
আবু রায়হান, জয়পুরহাটঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে পৌছে দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের ট্রেন সফর উপলক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামীলীগের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা থেকে চিলাহাটীগামি নিল সাগড় আন্তঃনগর ট্রেনযোগে ৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় আক্কেলপুর রেলষ্টেশনে বলেন বর্তমান সরকারের মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান। তিনি বলেন জয়পুরহাট ২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন একজন সফল এমপি। আগামীতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে এই অঞ্চলের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকছেদ আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আক্কেলপুর উপজেলা |
বিকিকেও মারধর করা হয়। |
এরপর ট্রাম্প মঞ্চে ফিরে এসে ফের বক্তৃতা শুরু করেন, এ সময় তাকে দেখে কিছু ঘটেছে বলে মনে হচ্ছিল না। |
ওনার স্ত্রী দুই ছেলেমেয়ে এবং উনি, চারজন ওনারা। |
তা ২০১৮-১৯ অর্থবছরে হয়েছে ১৭ দশমিক ৬১ শতাংশ। |
সেখানেই বাম নেতাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। |
• টেলিকম সংস্থাগুলির সঙ্গে এ নিয়ে আলোচনা চালাচ্ছে ডট ও ইউআইডিএআই। |
এ সময় ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। |
কেন্দ্রের আনা আধার আইনের বৈধতা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বারের সঙ্গে আধার যোগের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে চারটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। |
১০০ এবং ২০০ মিটার দৌড়ে। |
কিন্তু আইনি টানাপড়েনে তাদের ভবিষ্যৎ ঘিরে ফের ঘনিয়েছে অন্ধকার। |
পরে বর্তমান টি-২০ ক্রিকেট, নিজের ক্যারিয়ার-জীবন কথা বলেছেন ক্রিকেটের ক্ষুদে ফরম্যাটের সবচেয়ে বড়ো বিজ্ঞাপন গেইল। |
পিরোজপুরে ঘর থেকে তুলে নিয়ে ছাত্রী ধর্ষণ |
শত শত বাড়ি, গাড়ি ও অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। |
পাকিয়ং বিমানবন্দর। |
বিশ্বকাপের মঞ্চে গ্রুপ পর্বে ব্রাজিলকে খেলতে হবে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার বিপক্ষে। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। এরপর ২২ ও ২৭ জুন নেইমাররা খেলবেন কোস্টারিকা ও সার্বিয়ার বিপক্ষে। |
কার্যত এই পোস্টারে-র মুক্তিতে দীপিকাকে ডিভা-র পর্যায়ে নিয়ে গেছেন করণ জোহর, আলিয়া ভাট, অদিতি রাও হায়দারিরা। |
শোকাৱহ ঘটনা, এইবাৰ বৰষুণৰ বাবে ঘৰৰ চাদ খহি মৃত্যু ২ শিশুৰ |
এ অবস্থায় স্থানীয়রা লুৎফুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। |
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ১৫ শিক্ষার্থী। |
আগুন শব্দটি শোনার সাথে সাথে রণদীপম বসুর “আগুন, কিভাবে নিজে বাঁচবেন এবং অন্যকে বাঁচাবেন “ লেখাটির কথা মনে পড়ে বার বার। |
আটককৃতরা হলেন- উপজেলার গোনা উত্তর পাড়া গ্রামের শাওন শেখ (২১), তৌহিদ রাজ (১৯) ও চাঁদ সরদার (২০)। |
আয়োজকরা জানান, আমাদের অনলাইন পেজের সঙ্গে সমান্তরালে চলতে থাকবে এই শোরুম। সপ্তাহের যেকোনও দিনে আপনি এখানে চলে আসতে পারেন। এখানে পাবেন তাঁত, সুতি, দোসর জামদানি, হাফসিল্ক, কোটাসহ বিভিন্ন ডিজাইনের শাড়ি। পাবেন আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনের সালওয়ার কামিজ। |
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ অরুণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৯৬৯ ভোট। |
গত মাসেও এসে কিছুদিন ছিলেন ওখানে। |
“এনি প্রবলেম?” তার ডেস্কের সামনে অতনু এসে জানতে চায়। রনিতা অতীত ছেড়ে বাস্তবে ফেরে। অফিসে অতনুর সঙ্গে তার বেশ ভাল সম্পর্ক। ছেলেটার হাবভাব একদম বাচ্চাদের মতো। কিন্তু কলমের জোর আছে। সপ্তাহের একটা দিন ওর রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখা বার হয়। যা পড়তে পাঠকদের ভাল লাগে। এখনও বিয়ে করেনি। ওরা দু’জন দু’জনকে নাম ধরে ডাকে, আর তুমি বলে সম্বোধন করে। |
খুব নীল, খুব গভীর। |
তার ওপর বানানো হয়েছে আবার সেতু। |
তুহিন মালিক বলেন, বিনা ভোটে অনির্বাচিত অবৈধ এই সরকার শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি বরং যে আকাঙ্খা ও সংগ্রামের প্রত্যয় নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো সেটাকে শেখ হাসিনা নিজের হাতেই চিরতরে সলিল সমাধি দিয়েছেন। তাই কার্যকর গণতন্ত্রের স্বার্থে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে আর সকল দলের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অতীব জরুরী। |
নিজেদের মতো করে কেউ এক কেজি, কেউ দুই কেজি, আবার কেউ পাঁচ কেজি করে পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছেন। |
এবছরে করণের শোতে জুটি বেঁধে আসার কথা এক ঝাঁক তারকার। |
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৬ এএম |
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১৫:৪৫:১৬ |
অর্ধেন্দু তার ডেরার অবস্থান বুঝিয়ে দিল। |
পথে ধর্ষকদের একজন গাজীপুর থেকে বাসে ওঠে। |
এনসিপি ও শিবসেনার সংকটের মূল বিষয় হল দুটি। |
ফলে নাগা ও মনিপুরিদের পারস্পরিক সংঘর্ষের আশঙ্কা প্রবল। |
এই সঙ্কটে এ বার দক্ষিণ আফ্রিকাকেও পাশে পাওয়া গিয়েছে বলেই মনে করছে বিদেশ মন্ত্রক। |
স্বামী দিনমজুরের কাজ করেন। |
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এম এ মতিন বলেন, বর্ষা মৌসুমে জোয়ারের সময় ভৈরব নদীর পানি বৃদ্ধি পেয়ে বাগেরহাট-রূপসা সড়কের রহিমাবাদসহ বিভিন্ন জায়গার এক কিলোমিটার অংশ জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। এতে করে মাছের ঘের, বাগান এবং বাড়ির উঠান ডুবে যায়। |
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর চাচা ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরীর বাবা মরহুম সিরাজুল হক চৌধুরীর ১৫ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। |
আলোচনা হয় জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দা সানজিদা শারমিনের সাথে। তিনি বলেন, মৌলভী বাজারে ১৯৮৪ সালের সেই ভয়াল বন্যার কথা শুনেছি আব্বা, প্রয়াত সমাজকল্যানমন্ত্রীর কাছ থেকে। এবারের বন্যার সময়ে আমি শশুর বাড়ির লক্ষীপুরে ছিলাম। খবর পেয়ে তাৎক্ষনিক মৌলভীবাজার আসি। মিডিয়া ও অন্যান্যদের কাছ থেকে শুনেছি যে ভারতের কৈলাশহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নাই তাই মৌলভীবাজারবাসীর আতঙ্কিত হবার কিছু নাই। এর পরেই উজানের ঢলে মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে গভীর রাতে বাঁধের বাড়ইকোনায় ভেঙ্গে ভয়ার্ত মানুষজনকে আতঙ্কিত করে বাসা বাড়িতে পানি ঢুকে। এছাড়াও বড়হাট, ধরকাপন ও মনুমুখ এলাকা প্লাবিত হয়ে সহস্রাধিক মানুষের গবাদিপশুসহ মূল্যবান মালামাল খুয়ে যায়। সংশ্লিষ্টদের দুষারোপ করে তিনি বলেন, তাৎক্ষনিক বন্যার আগাম পূর্বাভাস দিলে শহরের বাসা-বাড়ির মানুষের এত বেশী ক্ষয়ক্ষতি হতোনা। আমার আব্বা পৌরসভার চেয়ারম্যান থাকা অবস্থায় মানুষের জন্য কাজ করেছেন নিঃস্বার্থভাবে। পরবর্তীতে পৌরসভায় এসে কেউ তেমন একটা কাজ করছেননা। মনু নদী খনন ও বাঁধ নির্মানে যেসব প্রস্তাবনা লেখা হয়েছে তা ঢাকায় আলোচনা করে প্রয়োজনে সুন্দর একখানা প্রস্তাবনা পেশকরা দরকার। |
এক জন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। |
কেটের অভিযোগ উড়িয়ে দিয়ে জবাবে সুভাষ ঘাই টুইটে লিখেছেন, ‘আমি নিজেও মহিলাদের সম্মান করি এবং মিটু আন্দোলনের এক অন্যতম সমর্থক। কিন্তু নিজেদের খ্যাতির জন্য যেন কেউ এই আন্দোলনের অযথা অপব্যবহার না করে। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হলে তো আমার খারাপ লাগবেই। আমার আইনজীবী পুরো ঘটনার জবাব দেবেন।’ |
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, মহানগরীর প্রধান সড়কগুলোতে লেগুনা চলাচল করতে দেয়া হবে না। |
দুর্নীতিবাজদের রেহাই নেই: দুদক চেয়ারম্যান |
ॐ দর্শযতি চাথো অপি স্মর্যতে ॐ || . |
লাইভ ভিডিওটি দেখার পরেই পুলিশের কাছে গোটা বিষয়টি জানান কয়েকজন দর্শক। |
ওসি শওকত কবির বলেন, সম্ভবত দুর্বৃত্তরা পথের মধ্যে থেকে তাকে তুলে নিয়ে হত্যার পর কাহালু থানা এলাকায় লাশটি ফেলে রেখে যায়। |
তীব্র গরমে প্রতি দিন ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। |
ভয়ে একা কেউ বের হন না। |
ওই ভাস্কর্যের নকশাকারের দাবি, ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে স্বাধীনতার প্রতীক হিসেবে। |
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মনের আঁচে |
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খান বলেন, তাসলিমা একদম হতদরিদ্র। সরকারের কাছে একটা অনুরোধ তাসলিমার ব্যাপারটা যেন দেখে। প্রতিবন্ধী হিসেবে যে রেজাল্ট করেছে, আমি অনেক খুশি হয়েছি। |
প্রথম শ্রেণিতে পড়ার সময় গাছ দু’টি লাগিয়েছিল মণিপুরের ইলাংবাম ভ্যালেন্টিনা। |
’ চা–পকোড়ার ছবিও তিনি পোস্ট করেছেন। |
বাল্যকালে মুসলমান চাপরাশির ছেলের সঙ্গে, তাঁতি-কুমোরদের ছেলেদের সঙ্গে সে বাংলা পাঠশালায় পড়েছে। |
সহিংসতা রোধে শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স রাখার সুপারিশ |
উইনিং কম্বিনেশন কোনও ভাবেই ভাঙতে নারাজ মর্গান। |
ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকা৷ সেখানকার ভাসাইয়ে মিষ্টি কেনা নিয়ে আচমকাই দু’জন বিবাদে জড়িয়ে পড়ে৷ সেই বচসার জেরে ভরসন্ধ্যায় ভরা বাজারে গুলি চলে৷ গুলিতে জখম হন এক নিরীহ পথচারী৷ |
স্বনাত্তেজসোঽপাং চ তেনাসৌ সবিতা মতঃ || ১. ২৪. ৭৬|| |
স্মৃতিস্রোতে নিয়ে ঘুরি মনুষ্য সমাজে। |
আকাশে ওড়া থেকে ঘুড়ি ওড়ানো কি থাকে না সেখানে। |
রেলের তরফে হকার উচ্ছেদ অভিযান চালানো হবে, এই খবরে শনিবার হুলুস্থুল হল শেওড়াফুলি স্টেশনে। |
৫ অগস্ট, ২০১৬, ১৩:২৬:০৮ |
বালিকাঁদের বাল্যকাল হতেই লেখাপড়া শিখাতে হবে–তাদের কোনো হাতের বা শিল্প-বিষয়ক কাজ শিখান চাই–যাতে সে বিপদে পড়ে নিজেকে একেবারে অনাথ মনে না করে। |
যে কয়েনটা ববকে দিয়েছেন, সেটাও ফাদারদের কাছ থেকেই পাওয়া, সেটাও |
দুই কূলে বাল সে স্ফটিক হেন দেখি। |